চীফ রিপোর্টারঃ ঢাকা উত্তর সিটির ৪৬ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।সাবেক কাউন্সিলর হয়েও এখনো তার ব্যক্তিগত গাড়িতে সিটি কর্পোরেশনের স্টিকার লাগিয়ে নানাবিধ অনিয়ম করেই চলছে।এলাকাবাসীর অভিযোগ সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান সরকার ও তার ছেলে নাসিম সরকার এলাকায় প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করে আসছে। যাতে সাধারণ জনগনের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনচ্ছিুক এক ব্যক্তি বলেন, সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের ছেলে ছাত্রলীগের পরিচয় দিয়ে সিটি কর্পোরেশনের স্টিকারযুক্ত গাড়িবহন করে এলাকায় দাপিয়ে বেড়ায়।যার কারণে বর্তমান নির্বাচিত ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যক্রমে নানাবিধ সমস্যার সম্মূখনি হতে হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মৈনারটেক বাজারে তার পূর্বের ব্যবহৃত কার্যালয়ে ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলরে সাইনবোর্ড লাগিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আসছে। যাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার ৪৬ নং ওয়ার্ড এর জনগণের সকল উন্নয়ন। অবৈধ্যভাবে ক্ষমতাকে কাজে লাগিয়ে তাদের দলীয় প্রভাব বিস্তার ও জনগণের মাঝে ক্ষমতার অপব্যবহার বন্ধে দ্রুত সংশ্লিষ্ট মহলের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭