ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২০

করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ৭ হাজার ছাড়ালো, মৃত্যু ১৯


জুন ৯, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ পেশাগত দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত মোট ৭ হাজার ২১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, মোট আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জন মঙ্গলবার সকাল পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়েছেন।

সূত্র আরও জানায়, মোট আক্রান্তদের মধ্যে ১ হাজার ৮৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য।

ইতিমধ্যে মোট সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে ২ হাজার ৯১৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং ৮ হাজার ৯০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া সুস্থ হয়ে ওঠা বেশিরভাগ পুলিশ সদস্য নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে সূত্র জানায়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।