ঢাকাবুধবার , ১০ জুন ২০২০

নারায়ণগঞ্জের লিংকরোড এখন মৃত্যুফাঁদ


জুন ১০, ২০২০ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের শিল্পনগরী বিসিক এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ মোক্তারপুর সড়কে বৃষ্টির পানি ও খানাখন্দে ক্ষুদ্র ও বৃহৎ প্রায় শতাধিক গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ওই সড়কে গর্তে পড়ে ট্রাক ও কাভার্ডভ্যান উল্টো সৃষ্টি হচ্ছে দীর্ঘ যাটজট। গতকাল  সকালে একটি ট্রাক উল্টে ওই সড়কে সৃষ্টি হয় প্রায় ৪ কিলোমিটার যানজট। শুধু যানবাহন নয়, শিল্প নগরীর ওপর দিয়ে যাওয়া ওই সড়কে পথচারী ও শ্রমিকরা প্রায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ডিসেম্বরে সেতু বিভাগ সড়কটিতে ৬ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করবে বলে আশ্বাস দিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন ওই সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
সরজমিন গতকাল দুপুরে ওই সড়কে গিয়ে দেখা যায়, ফতুল্লার পঞ্চবটি থেকে মোক্তারপুর সেতু পর্যন্ত সড়কটি প্রকৃতপক্ষে সেতু বিভাগের সড়ক। প্রায় ৮ বছর ধরে সংস্কারবিহীন ওই রাস্তায় সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। এছাড়া গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারি বর্ষণের কারণে রাস্তার পিচ, ইট, খোয়া উঠে গিয়ে ওই সব গর্তে কাদা জমে ক্ষুদ্র জলাশয়ের রূপ নিয়েছে।

সড়কটিতে চলাচল করে বোঝার উপায় নেই কোথায় গর্ত আছে আর কোথায় নেই। পঞ্চবটি থেকে মোক্তারপুর পর্যন্ত অন্তত শতাধিক ক্ষুদ্র, মাঝারি ও কয়েকটি বৃহৎ গর্তের সৃষ্টি হয়েছে ওই রাস্তায়। প্রায়ই যানবাহন ওই গর্তে পড়ে বিকল হচ্ছে। আর সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এছাড়া আরো দেখা যায়, বর্তমানে বিসিকে প্রায় ৫০০ শিল্প গার্মেন্ট প্রতিষ্ঠানের প্রায়  সাড়ে ৪  লাখ শ্রমিক সেখানে কর্মরত রয়েছে।  প্রতিদিন লাখো শ্রমিক এ সড়ক দিয়ে চলাফেরা করছে। রাস্তা পার হতে গিয়ে শ্রমিকরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। গতকাল পরিদর্শনকালে গিয়ে দেখা যায়, শাসনগাঁও এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে আছে। বিভিন্ন স্থানে অটোরিকশা গর্তে পড়ে নষ্ট হয়ে রয়েছে। পথচারীদের অনেকেই রাস্তায় পা পিচলে আহত হয়ে কাদামাটি স্নান হয়ে বাড়ি ফিরছেন।
এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বিসিক ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী জানান, দীর্ঘদিন ধরেই এ রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে চলাচল করে প্রায় ৪ লাখ শ্রমিক। এই শ্রমিক ও শিল্প প্রতিষ্ঠানগুলো যে বৈদেশিক মুদ্রা উপার্জন করছে তার বিনিময়ে এই রাস্তার পাশে বাগান হওয়ার দরকার ছিল। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। প্রতিদিনই এখানে কোনো না কোনো যান বা শ্রমিক দুর্ঘটনার শিকার হচ্ছে।
এ বিষয়ে গতকাল দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,  ‘সড়কের বেহাল দশা নিয়ে সেতু বিভাগের মন্ত্রী মহোদয়, চেয়ারম্যান ও সচিব মহোদয়ের সঙ্গে কথা বলে বিষয়টি নজরে দেয়া হয়েছে। তারা কথা দিয়েছেন জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নিবেন। তিনি আরো জানান, রাস্তাটি সড়ক ও জনপদের নয়। সেতু বিভাগের আওতায় পড়েছে। এখানে ভবিষ্যতে ৬ কিলোমিটার মুন্সীগঞ্জ-মোক্তারপুর সড়ক পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।