ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০

নওগাঁর রাণীনগরে বিলের পানিতে নেমে শিশুর মৃত্যু


জুন ২৪, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগর উপজেলার হঠাৎপাড়া গ্রামে বিলের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওই উপজেলার হঠাৎপাড়া গ্রামের হাতিরপুল ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে হঠাৎপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে বলে জানা গেছে। মরিয়মের বাবা-মা জানায়, সকাল ৯টার দিকে মরিয়ম বাড়ির পাশের বিল থেকে হাঁস তুলতে নামে। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি জহুরুল হক বলেন, তবে এ ঘটনায় কেউ এখনো কোন অভিযোগ করেনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।