ঢাকাবুধবার , ২৪ জুন ২০২০

চাঁপাইনবাবগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


জুন ২৪, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতাঃ “জয় হোক মানবতার, জয় হোক শেখ হাসিনার” শ্লোগানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা
পদে প্যানেলে নিয়োগের দাবিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে চূড়ান্ত ফলাফলে
বৈষম্যের শিকার ও পদ বঞ্চিত সকল মেধাবী ছাত্রছাত্রীবৃন্দের ব্যানারে এই
মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, পদ বঞ্চিত জেলা শাখার সদস্য
কামরুজ্জামান, শাখাওয়াত হোসেন, আব্দুল অহাব, তোহিদুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগে
বিভিন্ন ধরনের দূর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি করে দেয়া নিয়োগ বন্ধ করে
পূণরায় নিয়োগের দাবি করেন। তারা জেলা হতে উত্তীর্ণদের মধ্যে নিয়ম অনুযায়ী
মেধাক্রমে নিয়োগের দাবি জানান।
এছাড়াও করোনা পরবর্তী দুর্ভিক্ষ হতে দেশ ও জাতিকে রক্ষা করার জন্য
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও ভাইবা
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে প্যানেলে নিয়োগের দাবি জানিয়েছেন
মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।