ঢাকাসোমবার , ১১ মে ২০২০
আজকের সর্বশেষ খবর

মোহাম্মদপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মে ১১, ২০২০ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর থেকে আজ সোমবার ১৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সাদেক খান কৃষি মার্কেট সংলগ্ন রাস্তা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। ওই মাদক কারকারীর নাম আমিনুল ইসলাম (১৬)। তার কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক মো. জাহিদ হাসান জানান, জিজ্ঞাসাবাদে আমিনুল জানিযেছে, পলাতক আরও কয়েক সহযোগীসহ দীর্ঘদিন থেকে সে মাদক কারবারে জড়িত।

গ্রেপ্তার মাদক কারবারীর গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী নাথার কলাবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। সে রা‌য়ের বা‌জা‌রের আজিজখান রোডের হেমায়েত গাজীর বাসায় ভাড়া থাকে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।