ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০

শিগগিরই খালেদা জিয়ার সাক্ষাৎ চান স্বজনরা


মার্চ ২১, ২০২০ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে চান তার স্বজনরা। গত ১৮ মার্চ খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার কারা মহাপরিদর্শক ও জেল সুপারের কাছে জরুরি সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা, বোন সেলিমা ইসলাম, নাতনি রাইসা ইসলাম ও তার দুই মাসের সন্তান লিলির নাম উল্লেখ করে আবেদন করা হয়েছে। স্বজনরা চেয়ারপারসনের সঙ্গে সবশেষ গত ৭ মার্চ দেখা করেন। বেগম খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।