ডেস্ক রিপোর্টঃ করোনা ঝুঁকির কারণে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি বাতিল করেছে সরকার। একইসঙ্গে বঙ্গভবনে প্রেসিডেন্টের সংবর্ধনা অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ বিকালে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭