

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের রামশিংয়ে চাঁদা না দেওয়ায় আব্দুল আহাদ (২০) নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে ওই এলাকার যুবলীগ নেতা ফারুক হোসেন, রাসেল,পারভেজ,মামুন ও সাজুর বিরুদ্ধে। এঘটনায় আহাদ এর বাবা আব্দুল জসিম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা চেষ্টার মামলা করেন।
আহত আহাদের বাবা জানান,আমাদের এলাকার যুবলীগ নেতা ফারুক গংরা আমার ছেলের দোকানে গিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে দোকানদারি করতে দিবেনা বলে হুমকি দেয়। পরে বিষয়টি আমাকে জানালে আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের জানাই। এজন্য ক্ষিপ্ত হয়ে ফারুক গংরা বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০)ইং রাত আনুমানিক ৮:৩০ মিনিটে আমাদের ছেলের উপর হামলা চালায়। পরে তাদের কাছে থাকা ধারালো চুরি দিয়ে পেটের ভিতর কোপ দেয়। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ফারুক গংরা পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতবস্থায় আহাদ কে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে যায়। আমরা এলাকাবাসীর থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মুমূর্ষু অবস্থায় আহাদ কে দেখতে পাই। আহাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭