রেজাউল করিমঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় হাসানুজ্জামান সৌরভ (২৬) নামের ছাত্রলীগের এক কর্মীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৪। আটকের সময় তার কাছে ৪৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। সোমবার রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। সৌরভ গোলাবাড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।
যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, হাসানুজ্জামান সৌরভ যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। সবার সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক চোরাকারবারি করে আসছিলেন সৌরভ।।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭