ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২০
আজকের সর্বশেষ খবর

করোনা : সাময়িক বন্ধ বুয়েট, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ


মার্চ ১৬, ২০২০ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধে বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, সরকারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সকল শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সচেতন থাকতে পরামর্শ দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আবাসিক হলগুলোতে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের তাদের নিজ নিজ বাসা বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে এবং আগামী ১৮ মার্চ বিকেল ৫টার পর হলসমূহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।