সাদ্দাম হোসেনঃ বুধবার থেকে দেশজুড়ে চলাচল নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা আরোপ করছে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন সোমবার রাতে এ ঘোষণা দিয়েছেন। নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে জনসমাবেশের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে সব ধর্মীয়, স্পোর্টস, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড। সব উপাসনালয় ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর বাইরে থাকবে সুপারমার্কেট, মুদি দোকান। বৃহস্পতিবার থেকে বিদেশ থেকে যাওয়া সব মানুষের জন্য ইমিগ্রেশনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে দক্ষিণ কোরিয়া। তাদেরকে ওয়ান-টু-ওয়ান তাপমাত্রা চেক করাতে হবে। জাপানের নাগরিকদের ইউরোপের দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে নতুন এক আতঙ্ক দেখা দিয়েছে। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা সতর্কতা দিয়ে বলেছেন, এই মহামারি মোকাবিলার মতো পর্যাপ্তÍ মেডিকেল সরঞ্জাম তাদের কাছে নেই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭